।। বাজে কবিতা ।। বিনায়ক ।।




একগুচ্ছ বাজে কবিতা : বিনায়ক দত্ত

১.
সাইকো সাইকেল
চেনকভারটা ঢিলে
ধ্যাড় ধ্যাড় ধ্যাড় ধ্যাড়
শব্দ পেলে
তাই অ-
বাক হবেন না 

২.
রুগীর লেখা 
প্রেস্ক্রিপশনে - 
ডাক্তার
বন্ধু হলে
অথবা
বন্ধু
ডাক্তার হলে
ওষুধ 
নেওয়ার
আগেই
অর্ধেক
রোগ
সেরে যায় 

৩.
এক নম্বর
তাক থেকে
চার নম্বর তাকে
কীভাবে সকড়ি পৌঁছয় 
জানা নেই
তবে গন্ধ  

কারণ  হলে 
তাকেঘিরেও 
নাক তো  আছে

৪.
ভাবের আরব থেকে
বড় বড়  মোবাইল নিয়ে আসা
কিছু কবি
বিনয়কে ঘিরে ফেলছে
তাক করছে
ছবি তোলার
যত বার তুলছে
লুঙ্গির তলা থেকে
বেরিয়ে আসছে একটা বিচি
একবার  ডান দিকের 
একবার বাঁ দিকের
এডিট করে
জায়গাগুলোয়
কদম ফুল
গুঁজে দেওয়া হল

৫.
না না কিছুই হয়নি
আমরা খাচ্ছি দাচ্ছি
গরীব মানুষ " 
দুপুরে ছেড়া 
সোয়েটার জড়িয়ে
ক্যাম্প পরজন্ত
এগিয়ে যায় টুলুর বাবা 
সামনে শক্ত  

বট গাছের ডাল
ঝুলবে ভাবে যতবার 
দেখে তাক করে সাজানো  

রাইফেল 
কেটে গেল 
সাত আটটা বছর 
এভাবেই

৬.
একটু  জল কমাচ্ছি

একটা  মেলে

ধরতে চাইছি তোমাকে
ভ্যাটেনারি ছায়ার
চোখ বন্ধে 

একমাত্র তুমিই জানো  

বলার মতো আমার কাছে
কখনো কিছুই থাকেনি
চুপটি শুধু
তোমার পাশে
সারাদিনে হ 

  ঘণ্টা

আরামে
হেরে যাওয়া 

ছাড়া 

সে জিতছে
তুমি হারছো
তাতে কী  হয় ভাই?  

যদি তুমি হেরে
যেতে  পারো

ওরা জিতে
যেতে পারে
আসা যাওয়াতে
অন্তত দুটো রাস্তা
দেখা দিচ্ছে কই?

2 comments:

  1. ১,২,৩ নয়, পরের গুলো রে। বিশেষত বিনয়ের কদমফুল ওটা।

    ReplyDelete
  2. 'বাজে কবিতা' সেকশনে এই কবিতাগুলি বেশ ভাল ফিট করেছে।

    অন্যগুলি ভাল লাগলেও, বেশ গুছনো। এমন স্বাভাবিক ভাবেই আনকাট ডায়মণ্ড নয়।

    ReplyDelete