।। বাজে কবিতা ।। সোনালী চক্রবর্তী।।






সোনালী চক্রবর্তী-র কবিতা

গাভী 

আমি মেকী, সেকথা জেনেছি বহু আগে,
নীতিহীন শরীরে বাজারী সারল্যের মসলিন,
মেধার অন্তর্বাসকেই দৃশ্যমানতা দেয় বেশী,
সর্পজিহ্বায় নীল আগুন
প্রশ্নাতীত প্রমানিত প্রতি দহনেই,
তবুও তো পূর্ণিমা আসে,
আর নদীখাতে,
ভরা অমাবস্যায় চন্দ্রোদয়..........
মনে পড়ে,
কথা ছিলো.........
এমনই রক্তপ্লাবিত জ্যোৎস্নায়,
তোমার জাগ্রত অঙ্কুরজাত অপত্য সন্দর্শনের,
"শ্রী" নাম হতো তার,
এমনই কথা ছিলো......
অভিমান বিদ্যুৎ বই তো কিছুই নয়
যার ধারকপাত্র অনাবিষ্কৃত,
খেয়াল হয়,
"মোষ" শুধুই একাডেমীতে পড়ার জন্য, 
বছরের পর বছর মাথা গুঁজে,
মেঘ এসে যৌথতায় ঢেকে দিয়ে যাওয়ার প্রতীক্ষায়,
কেউ সমর্পিত হয়না.....
শুধু পূর্ণিমারা আসে, 
আর ভরা অমাবস্যায় চন্দ্রোদয়,
নদীখাতে..................


1 comment:

  1. দেখি তো, প্রায়ই, ভরা অমাবস্যায় চাঁদ উঠেছে

    ReplyDelete