।। বাক্‌ ১২৩ ।। বাজে কবিতা ।। লুইপাদ ।।






দুটি কবিতা : লুইপাদ


STRANGLED (2016)

ধর্ষিতার নখের ভেতর ময়লা
পাওয়া যায় কাঁচ
কাঁচ থেকেই আলো ছিটকে পড়ে
ডিটেকটিভের মাথায়

খুনি হয়ত কাঁচের মতই কেউ
ভাঙ্গা ও ধারালো...



PERFUME

লোকটা অদৃশ্য হবার পর
লাস্ট একফোঁটা টুপ করে নেমে আসে
মাটির দিকে,

আর ঝুপ করে নেমে আসে
একঘর
অন্ধকার।

আমার রাস্তা হারিয়ে যায় মাটির দিকে যাবার...


No comments:

Post a Comment