।। বাজে কবিতা ।। শানু চৌধুরী ।।





আটটি বাজে কবিতা :  শানু চৌধুরী 

বাজে কবিতাগুলো-

ঘাম ফুটে রোদ্দুর হলো
তামা রঙের কিশোরী
আমি নেই আমার চতুঃসীমা
প্রদক্ষিণ করে অঙ্গারে

শিখে ফেলেছি কি?
কুঁড়ি ফোটার অতল
তবুও সৌরভটিকে নিয়ে
তর্ক করতে ভালোবাসি
যার গোপনতা চমড়ীগাইয়ের চাইতে সফল


বাজে কবিতাগুলো-

গানের অর্বুদ নিমিত্ত প্রাণ দিলেন
পাপের পেরেকে গৌরবহীন হয়েছেন ঈশ্বর
একটি উপাসনালয় খোঁজা হোক তবে
যাঁর আঁকাবাঁকা মেরুদন্ডের পাশে
রেখে আসব সার্থক যোহান
মিলিয়ে দেখে নিও খরচ হলো কিনা
তোমাদের অসুখ


বাজে কবিতাগুলো-

ফোঁড়ার মতন ফুলে আছে বুক
বিশীর্ণতার ডাকে উপচে উঠল
ফিলিপীয় যন্ত্রণা!
বুঝতে যদি চাও কবিতা
তবে দেখে এসো পিতার
লালা গড়ানো ঘুমন্ত মুখ




বাজে কবিতাগুলো-

পাতার ভিতরে ডুবলো নিক্কণ চোখ
কী ভীষণ গান্ধার চলাচল!
বিদঘুটে লিথোস্ফিয়ার
জন্মোন্মাদনার আবশ্যকতায়
তুমি নিও সরীসৃপের আশ্চর্য
যখন দেখবে বংশের মাটিতে
উড়ছে শকুন







বাজে কবিতাগুলো-

চিকন চন্দ্রকলা ভেঙে
ছড়ায় ক্রিসেন্টরূপ
এই আমাদের অমাবস্যা
আঁশের বূহ্যে দাঁড়িয়ে
যদি অনুভব চাও তৃণপুষ্পের
দেখে নিও তবে আঁশের উচ্ছেদে
জন্মের মৃত্যু হলো কী না?




বাজে কবিতাগুলো-

কোঁচ গেঁথে গেছে মাছের শরীরে
একা রক্তলঙ্ঘনকারীর
দীর্ঘসহিষ্ণুতার মাঝে গর্ববোধ করে
আত্মাকে বিশ্বাস করে ঠকে গেলে
বরং; শুরু করো আবার আত্মার পরীক্ষা


বাজে কবিতাগুলো-

ফানাহ্- ভিড়ে যাবতীয় রাত
তীক্ষ্ণ হচ্ছে রেওয়াজে
ব্লার হয়ে যাওয়া হাঁসেদের
পতনের পালকজল
পুড়ছে নঞর্থক
বিস্বাদ নিয়ে আলোচনা হোক
আমার পোষা বন্ধ্যাত্বকে চড়ুইভাতি করতে বলেছি আবার



বাজে কবিতাগুলো-

দুহাতে প্রণাম ছুঁড়ে মিলেছো সাগরী
আঁঠালো পায়ে রেখেছো দক্ষিণা?
একটা গুম হওয়া অর্থের পিছনে ছুটে ছুটে
এল গ্রীবা তোলা পর্যায়সারণী
তার চারপাশেই জনাচারেকের মুখ্তালিফ
কত আহরণে ফেলে এল বৃথা লার্ভার মুক্ত আবর্জনা










4 comments:

  1. শানু,চালিয়ে যাও।পড়লাম।ভালো লাগলো।

    ReplyDelete
  2. ভালো লাগলো খুব। শানু এগিয়ে চলো।

    ReplyDelete
  3. কীভাবে লেখেন?এত সুন্দর!

    ReplyDelete