কবিতামূলক
পুনরাধুনিক কাজ
বাজে কবিতা
।।
বিকাশ উড়ছে।
চিত্র পুড়ছে। সুনেত্র। বা
চোখে
পুরোহিতের
নখ। ভূত অত সদয় হলে
ঠাকুর কোথায়
রাখব। যেন।
কোনো নদী থেকে লোক পড়ে গেল। যেন
শুশ্রূষায়
সত্য ১ কথাভোলা পাখি
।
সময়। তার
ডানা ফিরৎ চাইছে
কত দাম। বাকি
।
ভীত। অবহিত।
প্ল্যানচেট বদলে গেলে ভূত পাল্টে যায়
তোমার মুখের
নিরক্ষর
তোমার বুকের
বলিপ্রদত্ত রক্ত
অদ্ভুত
ফুলের শব্দে স্নিগ্ধ হল গাছ
শঙ্খ ১
বিষের নাম তুমি তাকে বাজিয়েছিলে কেন
।
১ মুহূর্তে
বোঝা যেত সূর্যে ভিড় হচ্ছে। কাঁচা শালপাতায় মাখা
ফড়িং-রাক্ষস। আকাশের
শিরায়
আর। রক্তখোর
নেই। রেডিওর পেটের ফুল
অতিশারীরিকতায়
তথ্য ১ কথাবলা
পাখি
।
জুতো। যার
নিষ্করুণ দাঁড় পরে আছে
কত দাম। বাকি
।।
“। আকাশের শিরায়
ReplyDeleteআর। রক্তখোর নেই। রেডিওর পেটের ফুল
অতিশারীরিকতায়
তথ্য ১ কথাভোলা পাখি"শব্দগুলি জারিত হয় ক্রিয়া সংযোগে এই ইমেজের গূঢ় শস্যে। কথাভোলা পাখি সত্যিই বিরল।
এটাকে আমি consuetude বলব সামান্য কথায়। অকপট সারল্য আর দৃষ্টিভঙ্গি দুটো বস্তুই নিজেদের ভিতর কথা বলছে।যেমন-রেডিওর পেটের ফুল থেকে তথ্য ১কথাবলা পাখি এদের দৌরাত্ম্য ছিনিয়ে নিল জুতোর নিস্করুণ দাঁড়।এটাতেই একটা চিত্রবৎ হয়ে গেল গোটা একখান বাজে কবিতা।
ReplyDeleteসত্যিই বাজে। শব্দ হচ্ছে কবিতায়।
ReplyDeleteSotti baje kobita
ReplyDeleteদারুন লেখা দাদা
ReplyDeleteহু। যেমনটা লেখেন। বাজছে।
ReplyDeleteবাহ্ । 'বাজে কবিতা' বেশ ভালোই লাগলো ।
ReplyDelete'কোন নদী থেকে লোক পড়ে গেল' বিষয়টা গমগীণ।..
ReplyDelete#সত্য ১ কথাভোলা পাখি
ReplyDelete#শঙ্খ এক বিষের নাম তুমি তাকে বাজিয়েছিলে কেন
#অতিশরীরিয়তায়/ তথ্য এক কথা বলা পাখি
'বাজে' কবিতা শিরোনামে অনুপম মুখোপাধ্যায়ের এই কবিতাটি Baak-121 এ প্রকাশিত। কবিতাটি পাঠে অনুভব করি, একটা আগ্রাসী স্বর একটা জারি থাকে কবিতার শুরু থেকে শেষ অবধি। এক তীব্রস্রোত ছাপিয়ে যাওয়া পূর্ণচেতনা। উপরের #করা কবিতার তিনটি পঙক্তি যেন তিন অস্থিসন্ধি। তিনটি কয়েনেজ। দেখা গেছে, কবিতার এসব মুদ্রা মানুষ প্রত্যাহিক জীবনে কথায়-চলায়-বলায়-বক্তৃতায় ব্যবহার করে থাকে। সমাজে কবিতা ব্যবহার এভাবেও তো হয়। অনুপমের কবিতা কাটাকাটা মর্মভেদী একটা বিষয় আছে। ওঁর ভাষা ব্যবহার সবচেয়ে অবাক করা। কবিতার উপর থেকে কবির নাম বাদ রেখে কবিতা প্রকাশ্য হলে চিনে নেওয়া যাবে এমন কবি ও কবিতাই অনুপমের। এ সময়ে যা খুব বিরল।
বাজে কবিতা নয় । কবিতা বাজে বা বলা যায় বাজছে ।
ReplyDelete