৩টি কবিতামূলক পুনরাধুনিক কাজ
অমন বাঁশির সুর
।।
অমন বাঁশির সুর। বিকালের ফ্রেমে
বাজে। শীত রেখে যায়। যথা। ছাদ
থেকে সরে গেল অচেনা গরম পোর্ট্রেট
ন্যাড়া স্মৃতি। ছাল নেই। বাল নেই
বুনোস্বাদ। হারিয়ে। শিহরন
নেই
কানকে ঘেন্না করতে করতে অন্ধদের
অমন একটু মনকেমন তো। জরুরি
।।
রামপদ লাহিড়ীর আশ্চর্য ক্ষমতা
।।
যে প্রতীক জানা নেই আছে। রামপদ
লাহিড়ীর তাতে আগ্রহ থাকে না
বুদ্ধচরিত থেকে বাঁটুল দি গ্রেট
অবধি। উনি।
বুলেটকে পিস্তলের
নলে ফের ঢুকিয়ে দিতে পারেন
কিন্তু। কাগজের আয়ু বেড়ে যায়
।।
পুকুর যে বহতা
।।
রোদের ১ম ঘায়ে জল চমকে ওঠে
আমি তখন পুকুরকে। নদী ভাবি
কিছু ১টা নাম রাখি বতী-টতি দিয়ে
তার উৎস আর মোহনা ১ই খাঁজে
ছলকায়। পূর্বে
লুকোনো পশ্চিমকে ছেড়ে
হলুদ ঘাসের ঘরে ভোর ম্লান উঠে যায়
।।